No icon

সেতাবগঞ্জে মেয়র কাপ ফুটবল টুনামেন্টের শুভ উদ্বোধন

 

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। সেতাবগঞ্জ পৌরসভার সৌজন্যে ও বোচাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় গতকাল ২৩ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় ঐতিহাসিক সেতাবগঞ্জ বড়মাঠে জমকালো অনুষ্ঠানে মধ্যদিয়ে ৩য় মেয়র কাপ ফুটবল টুনামেন্টের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি। এসময় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর, সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব প্রকৌশলী আব্দুল মজিদ, আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান রমিজা রৌফ চৌধুরী, সেতাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মনজুর আলম,  খেলা পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ নুরুল আনোয়ার চৌধুরী, যুগ্ন আহবায়ক তীলক কুমার শীল, বরুন চন্দ্র সরকার প্রমুখ। টুনামেন্টে ৮টি দল অংশগ্রহন করেছে। উদ্বোধনী খেলায় সূর্যশিখা সংঘ ও মহেষপুর আদিবাসী সংঘ অংশগ্রহন করে। খেলায় প্রচুর সংখ্যক দর্শক সমাগম ঘটে।
 

Comment