No icon

বোচাগঞ্জে পুরোহিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

দিনাজপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কর্তৃক বোচাগঞ্জ এর ৫০জন পুরোহিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
৩১ জুলাই শুক্রবার বিকাল ৩টায় বোচাগঞ্জ উপজেলা শ্রী শ্রী বাসুদেব মন্দির প্রঙ্গনে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর সভাপতি দুলাল চক্রবর্তীর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর সভাপতি সুনিল চক্রবর্তী। আরো বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুস সবুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, দিনাজপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক রতন সিং প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী  লীগের তথ্য ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক মোঃ ফিরোজ জামান কবির, সেতাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান খান, বাসুদেব মন্দির পরিচালনা কমিটির সভাপতি তিলক চন্দ্র শীল, সাধারণ সম্পাদক প্রযেশ চন্দ্র রায় প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক স্বাধীন চন্দ্র রায়।

Comment