No icon

বঙ্গবন্ধু একটি আদর্শের নাম- নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

ফরিদ আহমেদ স্টাফ রির্পোটারঃ ৭৫ এর ১৫ আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারকে হত্যার পর এরশাদ ও জিয়ার  সরকার বঙ্গবন্ধুর সরকার এবং তার পরিবারের কারো নামে একটি ও দুনির্তীর মামলা করতে পারে নাই।  কেননা  বঙ্গবন্ধু একটি আদর্শের নাম। সেই আদর্শের কন্যা আমাদের  প্রধান মন্ত্রী শেখ হাসিনার দেশ প্রেম দেখে আমরা মুগ্ধ হয়ে যাই। তিনি শুধু প্রধানমন্ত্রী নয় এরকম একজন নেতা যতদিন আছে এই দেশ কখনও ব্যার্থ হতে পারে না।
 তিনি আরো বলেন , আজকের বাংলাদেশ বঙ্গবন্ধুর ভিত্তির উপর দাঁড়িয়ে আছে মাথা উচু করে। ইতো মধ্যে আমাদের দেশ সব সূচকে এগিয়ে গেছে। দক্ষিন এশিয়ার মধ্যে বাংলাদেশ একটি শক্তিশালী অবস্থানে আছে। বাংলাদেশের অগ্রযাত্রাকে কেউ আর বাধাগ্রস্ত করতে পারবে না। আমাদের কে আরো এগিয়ে যেতে হবে। ফলদ ও বৃক্ষ মেলার শুভ উদ্বোধন ঘোষনা করে তিনি বলেন, প্রতিটি মানুষ কে ৩টি করে গাছ লাগাতে হবে। এটা শুধু শ্লোগান হিসেবে রাখলে হবে না বাস্তবে রুপ দিতে হবে।
 গত কাল ৮ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১০টা দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ‘‘ পরিকল্পিত ফল চাষ. যোগাবে পুষ্টি সম্মত খাবার” এই শ্লোগনকে সামনে রেখে বোচাগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ঐতিহ্যবাহী বড়মাঠ চত্বরে ৩ দিন ব্যাপী ফলদ ও বৃক্ষ মেলাÑ২০১৯ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি একথা বলেন। বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসানের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সভাপতি আলহাজ¦ মাইনউদ্দীন আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায় প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক আফছার আলী, যুগ্ন সম্পাদক অধ্যপক আবু তাহের মামুন প্রমুখ। এর আগে জলবায়ু ট্রাষ্টের অর্থায়নে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্ধিনী বেগম ফজিলাতুন্নেছার জন্ম উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শীক্ষার্থীদের  মাঝে গাছের চারা বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এছাড়াও দুুটি পাওয়ার ট্রিলার ও আদিবাসী বাঁশ শিল্পীদের মাঝে উপকরণ বিতরন ও আদিবাসী নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরন বিতরন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ মাহবুবুর রহমান।

 

Comment