No icon

বোচাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীর জনকের ৪৪ শাহাদত বার্ষিকী পালন

ফরিদ আহমেদ স্টাফ রির্পোটারঃ

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বোচাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

বৃহস্প্রতিবার (১৫ আগষ্ট) সকাল ৯.৩০ মিনিটে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে  শোক র‌্যালী ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। 

বৃষ্টির মধ্যে দিয়ে শোক র‌্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে সেতাবগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে  আব্দুর রৌফ চৌধুরী অডিটরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়।
 
শোক র‌্যালীতে বোচাগঞ্জ উপজেলা প্রশাসন, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, সেতাবগঞ্জ পৌর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুগবলীগ. ছাত্রলীগ, মহিলা লীগ, সেতাবগঞ্জ পৌরসভা, সেতাবগঞ্জ সরকারি কলেজ, সেতাবগঞ্জ মহিলা কলেজ, সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান সমূহ অংশ নেয়। বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল হাসানের সভাপতিত্বে ও বোচাগঞ্জ উপজেলা ডিভেডিং ক্লাবের সভাপতি মোঃ মাহবুব আলমের সঞ্চালনায় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর,সহ-সভাপতি মোঃ জাফরুল্লাহ, সাধারন সম্পাদক মোঃ আফছার আলী, যুগ্ন সাধারন সম্পাদক এটিএম মামুন, রমজান আলী, সাংগঠনিক সম্পাদক শামীম আযাদ, কৃষলীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন লাবু যুবলীগের সভাপতি আকতারুজ্জামান সজীব, সাধারন সম্পাদক আশরাফ আলী তুহিন,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ রানা,ছাত্রলীগের আহবায়ক পার্থ সরকার প্রমুখ। এসময উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) সাদিয়া ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান মোঃ নুর আলম, মহিলা ভাইস চেয়াম্যান পুতুল রানী রায় সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেত্রী বৃন্দ। আলোচনা সভার শেষে স্কুল শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

 

Comment