No icon

বোচাগঞ্জে সোনালীকার মিলন মেলা

ফরিদ আহমেদ স্টাফ রির্পোটারঃ দিনাজপুরের বোচাগঞ্জে উৎসাহ আর উদ্দীপনার সাথে অনুষ্ঠিত হলো সোনালীকা ট্রাক্টর এর বাষির্ক মিলন মেলা। এ মিলন মেলা উপলক্ষে বোচাগঞ্জের পুলহাট সংলগ্ন স্থানে প্রতিবারের ন্যায় এবারও এসিআই মটরসের উদ্যোগে নতুন সম্ভাবনার দাড়  উম্মোচনের লক্ষে সোনালীকা ডে-২০২০ বার্ষিক সাভির্স, মত-বিনিময় সভা, স্বাস্থ্য পরিক্ষা, বিভিন্ন খেলা ধুলা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রংপুর বিভাগীয় সেলস ম্যানেজার মোঃ আতিয়ার রহমানের নেতৃতে সকল কর্মসুচীতে রিজিওনের ডিলারবৃন্দ উপস্থিত ছিলেন।
সোমবার দিন ব্যাপী এসিআই  মটরসের  সোনালীকা ডে-২০২০ উদযাপনে অত্র এলাকার জনসাধারনের মাঝে এক উৎসবের পরিবেশ লক্ষ করা গেছে। এসিআই রংপুর বিভাগীয় সেলস ম্যানেজার মোঃ আতিয়ার রহমান আমাদের লক্ষ কৃষিতে আধুনিক বিপ্লব ঘটানো। এসিআই মটরসের আধুনিক কৃষি যন্তপাতি কৃষকের দোড়গোড়ায়  পৌছে দিতে এবং এই এলাকার মানুষদের সাথে দিন ব্যাপী বিভিন্ন আয়োজনে আড্ডা দিয়ে তাদের মনোবল শক্তি বাড়িয়ে তোলাই আমাদের মুল লক্ষ।


 

Comment