No icon

বোচাগঞ্জে গম ও চাউল ক্রয় উদ্বোধন

 যোদ্ধা ডেস্কঃ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় গতকাল ১৬ মে বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলার সরকারী খাদ্য ক্রয় কেন্দ্রে গম ও চাউল ক্রয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
সেতাবগঞ্জ খাদ্য গুদামের(এরএসডি)র উপখাদ্য পরিদর্শক মোঃ সাখাওয়াত জানান ৩৬ টাকা প্রতি কেজি দরে ১২হাজার ৭শত ৪ মেঃ টন চাউর ও ২৮ টাকা প্রতি কেজি দরে ২ শত ৬ মেঃ টন গম সরকারী ভাবে ক্রয় করা হবে।
উক্ত গম ও চাউল ক্রয় এর উদ্বোধন করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান। এসময় বোচাগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ,এইচ,এম তৌহিদুল্লাহ, ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি এলএসডি মোঃ মইনউদ্দিন, মিল মালিক আব্দুল হান্নান, ফয়জুল আলম চৌধুরী বাবলু, ফরহাদ মতিন চৌধুরী, মোর্শেদ মতিন চৌধুরী, নুরজ্জামান সোনা প্রমুখ।  

Comment