No icon

বোচাগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

যোদ্ধা ডেস্কঃ সারা দেশের ন্যায় দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড এর আয়োজনে  যথাযোগ্য মর্জাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করেছে বোচাগঞ্জ উপজেলাবাসী।
দিবসটি উপলক্ষে গতকাল ১৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯টায় সেতাবগঞ্জ কেন্দ্রীয় স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, বাংলাদেশ আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সেতাবগঞ্জ প্রেসক্লাব পুস্পস্তবক অর্পন ও শহীদ বুদ্ধিজীবিদের স্মরনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন। সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রশাষক ছন্দা পাল এর সভাপতিত্বে ও মোঃ মাহবুব আলম এর সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মোঃ জাফরুল্লাহ, অধ্যক্ষ সুব্রত কুমার অধিকারী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক প্রভাষক এটিএম মামুন, প্রভাষক মোঃ আক্কাস আলী প্রমুখ।

 

Comment