No icon

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন নৌপরিবহন প্রতিমন্ত্রীর

যোদ্ধা ডেস্কঃ বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

আজ এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী খেলোয়াড়দের পাশাপাশি ক্রিকেট দলের কোচ ও ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। প্রতিমন্ত্রী বলেন, ইংল্যান্ডের বিপক্ষে এই বিজয় ঐতিহাসিক। এই অর্জন টাইগারদের আরো সাহসী করে তুলবে। বাংলাদেশ সিরিজের তৃতীয় ম্যাচেও বিজয়ের ধারাবাহিকতা রক্ষা করে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে পারবে বলে তিনি আশাবাদ ব‍্যক্ত করেন।

Comment