No icon

সাহাবুদ্দিন সাহেবকে জিয়াউর রহমান কারাগারে পাঠিয়েছিল : প্রধানমন্ত্রী

যোদ্ধা ডেস্কঃ দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণার আগে মো. সাহাবুদ্দিন চুপ্পুর বিষয়ে কোনো তথ্যই প্রকাশ্যে আসেনি। কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে কাজটি করেছেন খোদ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। অনেকের নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত দুদকের সাবেক এই কমিশনারের নাম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়। যাতে দলের অনেক প্রভাবশালী নেতাও চমকে ওঠেন। কেন তাকে বেছে নেওয়া হয়েছে- এমন প্রশ্ন এতদিন ঘুরপাক খাচ্ছিল রাজনীতির ভেতরে-বাইরে। অবশেষে তাকে পছন্দের কারণ ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৩ মার্চ) বিকেলে গণভবনে কাতার সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, সাহাবুদ্দিন সাহেব একজন পোড় খাওয়া মানুষ। বীর মুক্তিযোদ্ধা। জিয়াউর রহমান তাকে কারাগারে পাঠিয়েছিল। দীর্ঘদিন তিনি জুডিশিয়াল সার্ভিসে চাকরি করেছেন। পরে বিএনপির সময় চাকরি ছেড়ে দিয়েছেন। তিনি নিজেও এত প্রচার করতে চান নাই।

নতুন রাষ্ট্রপতির প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘তার (মো. সাহাবুদ্দিন) মাঝে দায়িত্ববোধ, দেশপ্রেম আছে। রাজনৈতিক সচেতনতা আছে। আমরা চাইব যেন অবাধ সুষ্ঠু নির্বাচন হয়। তারও সবসময় এই প্রচেষ্টাই থাকবে নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। কারণ গণতন্ত্রের জন্য আমরা সংগ্রাম করেছি। সেজন্য তাকে বেছে নেওয়া হয়েছে।

Comment