No icon

জানুয়ারিতে রেমিটেন্সের ব্যাপক প্রবৃদ্ধি

নিউজ ডেস্ক:  অবশেষে রেমিটেন্স প্রবাহের বড় প্রবৃদ্ধি হলো বাংলাদেশের। গত জানুয়ারিতে রেমিটেন্স প্রবাহ বেড়েছে ৩৬ দশমিক ৬৬ শতাংশ। এ ছাড়া চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) রেমিটেন্স বেড়েছে ১৬ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, গত জানুয়ারিতে বাংলাদেশি প্রবাসীরা ১৩৭ কোটি ৯৭ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। গত অর্থবছরের একই মাসে রেমিটেন্স আসে ১০০ কোটি ৯৪ লাখ ডলার। গত বছরের একই মাসের তুলনায় রেমিটেন্স বেড়েছে ৩৭ কোটি ডলার বা ৩৬ দশমিক ৬৬ শতাংশ। এ ছাড়া চলমান অর্থবছরের সাত মাসে রেমিটেন্স এসেছে ৮৩১ কোটি ২১ লাখ ডলার।

গত অর্থবছরে আলোচ্য সময়ে রেমিটেন্স আসে ৭১৭ কোটি ৬৩ লাখ ডলার। অর্থবছরের এক বছরের ব্যবধানে রেমিটেন্স বেড়েছে ১৫ দশমিক ৮৯ শতাংশ।

সংশ্লিষ্টরা জানান, হুন্ডি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ ও ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় বৈধপথে রেমিটেন্স বাড়ছে।

Comment