No icon

বোচাগঞ্জে কমিউনিটি ক্লিনিকের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


 বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥: “আসুন, বিষন্নতা নিয়ে কথা বলি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল ২৬ এপ্রিল বুধবার সকালে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে কমিউনিটি ক্লিনিকের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে উদযাপন করেছে  উপজেলার ২১টি কমিউনিটি ক্লিনিকের সকল সিএইচসিপিগন। দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে  উপজেলা নির্বাহী অফিসার শীলাব্রত কর্মকারের নেতৃত্বে একটি র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত ইউ.এইচ ও আঞ্জুমানয়ারা খানম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মোঃ মুনছুর আলী, সিএইচসিপি মোঃ নুরুজ্জামান সরকার প্রমুখ।  

 

 

Comment