No icon

বোচাগঞ্জে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত


 ইস্্কন অনুমোদিত কৃষ্ণ বলরাম নাম হট্ট সংঘের ভক্তবৃন্দের উদ্দোগ্যে  শ্রী শ্রী জন্নাথদেবের রথযাত্রা উদ্যাপন কমিটি সুবিদহাট (দাসপাড়া) বোচাগঞ্জ দিনাজপুর এর আয়োজনে গতকাল ১৪ জুলাই শনিবার সুবিদাহাট দাসপাড়ায় বেলা ১২ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক যুগ্ন সচিব পরিমল চন্দ্র সাহা, পুজা উদ্যাপন কমিটির সভাপতি বীর ভদ্র রায়, সাধারণ সম্পাদক বিশ^নাথ চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি দুলাল চক্রবর্তী, রথযাত্রা উদ্যাপন কমিটির সভাপতি দীপক চন্দ্র দাস, সাধারণ সম্পাদক প্রভাষক সুকমল রায়, রামবাবু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, সেতাবগঞ্জ পৌর মেয়র আব্দুর সবুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী, যুগ্ন সাধারণ সম্পাদক এটিএম মামুন, বোচাগঞ্জ উপজেলার জাতীয় পার্টির সভাপতি এ্যাড ভোকেট জুলফিকার হোসেন। আলোাচনা সভা শেষে ভক্তদের মাঝে প্রশাদ বিতরণ করেন এবং জগন্নাথদেবের রথযাত্রাটি দাসপাড়া হতে বের হয়ে সেতাবগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বাসুদেব মন্দিরে গিয়ে শেষ হয়। এসময় হাজার হাজার জগন্নাথের ভক্তগণ রথযাত্রায় অংশগ্রহণ করেন।

 

 

 

Comment