No icon

বোচাগঞ্জে মনোরঞ্জন শীল গোপাল এমপির রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা

যোদ্ধা ডেস্কঃ হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের  সংসদ সদস্য  মনোরঞ্জন শীল গোপাল নোভেল করোনা ভাইরাস কোভিট-১৯ এ আক্রান্ত হওয়ায় তার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোচাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৮ জুন মঙ্গলবার রাত ৮টায় পূজা উদযাপন পরিষদ বোচাগঞ্জ উপজেলা শাখার অফিস কার্যালয়ে উক্ত প্রার্থনা ও গীতাপাঠ  পরিচালনা করেন বোচাগঞ্জ উপজেলা কেন্দ্রীয় কালী মন্দিরের পূজারী জয়দেব গাংগুলি।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ বোচাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বনাথ চক্রবর্তীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সেতাবগঞ্জ পৌর সভার মেয়র আব্দুস সবুর,বাংলাদেশ আওয়ামী লীগ বোচাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক, মোঃ আফছার আলী, সহ-সভাপতি,শাহ নওয়াজ, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক,বাবু সুকমল রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোচাগঞ্জ উপজেলা শাখার  সভাপতি বাবু বীর ভদ্র রায়, সহ সভাপতি অধ্যক্ষ সুব্রত কুমার অধিকারী, দীপক কুমার দাস ও দুলাল চক্রবর্তী, যুগ্ন সাধারণ সম্পাদক প্রজেশ কুমার বিশ্বাস, দপ্তর সম্পাদক বরুন চন্দ্র সরকার,পূজা উদযাপন পরিষদ সেতাবগঞ্জ পৌর শাখার সভাপতি, সুবল চন্দ্র রায়,সাধারণ সম্পাদককমল কুমার দে বিষু, বোচাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন বিপুল, পৌর ছাত্রলীগের আহ্বায়ক বিধান চক্রবর্তী শুভ, এছাড়াও উপস্থিত ছিলেন, রাম প্রসাদ দাস কুটি, গোলাম সারওয়ার, শেখ সুজন প্রমুখ। 

 

Comment