No icon

২৪ ঘণ্টায় দিনাজপুরে আরো তিনজনের মৃত্যু, আক্রান্ত ৬৫ সংক্রমণের হার ৪৭.১০ এ পৌঁছেছে

যোদ্ধা ডেস্কঃ  দিনাজপুর সদরে কঠোর লকডাউনের পঞ্চম দিনেও করোনা সংক্রমনের গতি কমছেনা। দিনাজপুরে গত ২৪ ঘন্টায় আরো ৩ জনেরমৃত্যু এবং ৬৫ জন নুতনভাবে করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে সদরেই ৫৫ জন। মোট শনাক্তের শতকরা হার ৪৭ দশমিক ১০ শতাংশ। জেলায় এ পর্যন্ত মৃতেরসংখ্যা ১৫০।
দিনাজপুর সদরে ১৫ জুন থেকে শুরু হওয়া কঠোর লকডাউনে মানুষকে বাড়ীতে আটকানো সম্ভব না হওয়ায় প্রশাসন পৌর এলাকার বিভিন্ন মহল্লা প্রবেশদ্বারে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়েছে। তারপরও মানুষ কোননা কোন অজুহাতে বের হচ্ছেই। বিজ্ঞজনদের মতে ব্যাটারীচালিত ইজিবাইক বন্ধ করা গেলে মানুষের বাহিরমুখী হওয়া অনেকটাই কমে আসবে।
দিনাজপুর এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিসিইউ বেডের সংখ্যা মাত্র ১৫ টি। গতকাল পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬ জন।
দিনাজপুরে এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৬৮৭৬জন এবং সুস্থ হয়েছেন ৫৭৯২জন।

Comment